সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে অমিত সম্ভাবনাময় ছাত্র-ছাত্রীদেরকে সুচারুরূপে গড়ে তোলার লক্ষ্যে এ বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পরিচালিত হয়। মানবিক বোধ, মনন ও চেতনার পললে শিক্ষা মানুষকে আলোকময় পথে অগ্রসর হতে সহায়তা করে। মানবের অন্তর্নিহিত গুণাবলি শিক্ষার দ্বারা ঋদ্ধ হয়ে ওঠে।
আর শিক্ষার গতিকে পরিমিত ও পরিশীলিত বিন্যাসে অগ্রসর করে দেয় শিক্ষা প্রতিষ্ঠান। বাস্তব জীবনে যুগোপযোগী হয়ে শিক্ষার্থীবৃন্দ যাতে দৈহিক, মানসিক, নৈতিক ও সামাজিক জীবনবোধে উদ্বুদ্ধ হয়ে গড়ে উঠতে পারে সেটাই এই বিদ্যাপীঠের একাডেমিক কার্যক্রমের আদর্শ ও উদ্দেশ্য। এখানে শ্রেণীকক্ষে উন্নত পাঠদান, শ্রেণি-পরীক্ষা, সাময়িক, অর্ধ-বার্ষিক ও বার্ষিক পরীক্ষা এবং ক্ষেত্র পর্যায়ে প্রাক-নির্বাচনি, নির্বাচনি পরীক্ষা ও মডেল টেস্টের মাধ্যমে পাঠোন্নতির বিষয় নিশ্চিত করার অভীষ্ট লক্ষ্যকে সামনে রেখে সকল কর্মকাণ্ড পরিচালিত হয়।
কেজি, প্রাথমিক ও মাধ্যমিক শাখার পাঠ্য বিষয়সমূহঃ
কেজি শ্রেণির পাঠ্যপুস্তক বিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্বাচিত। প্রাথমিক ও মাধ্যমিক শাখার পাঠ্যপুস্তক ও বিষয়সমূহ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত এবং বিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্বাচিত। নবম শ্রেণিতে বিজ্ঞান শাখায় অধ্যয়নের জন্য ছাত্র-ছাত্রীদের নির্বাচনি ও জেএসসি পরীক্ষায় সকল বিষয়ে পাশসহ গণিত ও বিজ্ঞান বিষয়ে প্রতিটিতে ন্যূনপক্ষে শতকরা ৭০ নম্বর পেতে হয়। অবশিষ্ট ছাত্র-ছাত্রীদেরকে ব্যবসায়/মানবিক শাখায় পড়তে হয়।
একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্য বিষয়সমূহঃ
বিভাগ |
আবশ্যিক বিষয়সমূহ |
নৈর্বাচনিক বিষয়সমূহ |
|
বিজ্ঞান |
১। বাংলা
|
প্রি-ইঞ্জিনিয়ারিং |
প্রি-মেডিকেল |
১। পদার্থ বিজ্ঞান
|
১। পদার্থ বিজ্ঞান
|
||
ব্যবসায় শিক্ষা |
১। বাংলা
|
১। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
|