Engineering University School and College

BUET Campus, Dhaka-1000, Phone: 0258616127

EIIN: 108358, School Code : 1187, College Code: 1041

Library

Total views : 3625

Library

ইনজিনিয়ারিং ইউনিভারসিটি স্কুল এন্ড কলেজ একটি স্বনাম-ধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের রয়েছে একটি সমৃদ্ধ লাইব্রেরী। লাইব্রেরীটি স্কুল বিল্ডিং এর পঞ্চম তালায় অবস্থিত। পাশেই রয়েছে ছাদ বাগান। অত্যন্ত মনোরম পরিবেশ অবস্থিত লাইব্রেরীটি আলো-বাতাস পরিপূর্ণ।

লাইব্রেরীর সংগ্রহে আছে প্রায় আট হাজার বই। উল্লেখযোগ্য বিষয়গুলো হলো মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু, বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, ধর্মীয় বই, ইতিহাস, বিজ্ঞান ও গনিত, জীবনীমূলক গ্রন্থ, অনুবাদ গ্রন্থ, শিশুতোষ গ্রন্থ, কবিতা ও গানের বই, বিতর্ক চর্চা, খেলাধুলা সংক্রান্ত, চিকিৎসা বিষয়ক, টেক্সট বই, জনপ্রিয় লেখকদের বই, ইংরেজি জনপ্রিয় সিরিজ, ডিকশনারী ইত্যাদি।

তৃতীয় থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের সপ্তাহে একদিন লাইব্রেরীতে অধ্যয়ন বাধ্যতামূলক। নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের অবসর সময়ে লাইব্রেরীতে অধ্যয়ন করতে পারে। প্রতিষ্ঠানের সকলের ব্যবহারের জন্য লাইব্রেরীটি উন্মুক্ত। লাইব্রেরী কার্ড ব্যবহার করে বই ইস্যু করা যায়। বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচী লাইব্রেরীতে চালু আছে।

লাইব্রেরীর সকল বই এর তথ্যাদি লাইব্রেরী রেজিস্টারে সংরক্ষণ করা হয়। এই লাইব্রেরীটি একটি ম্যানুয়াল লাইব্রেরী ।