Engineering University School and College

BUET Campus, Dhaka-1000, Phone: 0258616127

EIIN: 108358, School Code : 1187, College Code: 1041

Message of Principal

ছাত্রছাত্রীরা আগামী দিনের স্বপ্ন । তারা দেশ ও জাতির পরম সম্পদ । তাই ছাত্রছাত্রীদের বৃহত্তর কল্যাণে আমরা প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি । আমাদের অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত এ শিক্ষা প্রতিষ্ঠানে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের জ্ঞানের উন্মেষ ঘটিয়ে মহত্ত্বর চেতনায় উজ্জীবিত করতে নিরলসভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে । এ লক্ষ্যে যুগোপযোগী শিক্ষার প্রাত্যহিক চর্চা চালিয়ে তাদেরকে পাঠে অনুরাগী করে তোলা, কঠোর নিয়ম শৃঙ্খলা আর নৈতিকতাবোধে জাগ্রত করে যোগ্য নাগরিক হিসাবে তৈরি করাই আমাদের লক্ষ্য । জাতির সামগ্রিক কল্যাণে ছাত্রছাত্রীরাই অগ্রণী ভূমিকা পালন করবে এ প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে চলেছি।


শ্যামল কুমার রায়
অধ্যক্ষ
ইনজিনিয়ারিং ইউনিভারসিটি স্কুল এন্ড কলেজ

Total Views : 3795

/ Academic / Message of Principal
Suggested Video