ছাত্রছাত্রীরা আগামী দিনের স্বপ্ন। তারা দেশ ও জাতির মূল্যবান সম্পদ। মূলত ছাত্রছাত্রীদের বৃহত্তর কল্যাণে আমরা প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি। আমাদের অভিজ্ঞ শিক্ষকমন্ডলী কর্তৃক পরিচালিত এ শিক্ষা প্রতিষ্ঠানে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের জ্ঞানের উন্মেষ ঘটিয়ে মহত্ত্বর চেতনায় উজ্জীবিত করতে নিরলসভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে। এ লক্ষ্যে যুগোপযোগী শিক্ষার প্রাত্যহিক চর্চা চালিয়ে তাদেরকে পাঠে অনুরাগী করে তোলা, কঠোর নিয়ম শৃঙ্খলা আর নৈতিকতাবোধে জাগ্রত করে যোগ্য নাগরিক হিসাবে তৈরি করাই আমাদের লক্ষ্য। জাতির সামগ্রিক কল্যাণে ছাত্রছাত্রীরাই অগ্রণী ভূমিকা পালন করবে এ প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে চলেছি।
ড. মো: আলমগীর কবীর
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
ইনজিনিয়ারিং ইউনিভারসিটি স্কুল এন্ড কলেজ
Total Views : 4633